Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

***এতদ্দ্বারা, মহেশপুর পৌরবাসীদের জানানো যাচ্ছে যে*** জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহার করার লক্ষ্যে নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ দাখিল করতে হবে |  পৌর যেকোন সেবা গ্রহনের জন্য হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স-সহ সকল প্রকার পৌর কর পরিশোধ বাধ্যতামূলক  | মহেশপুর পৌরসভায় নতুন প্রশাসক হিসাবে যোগদান করলেন খাদিজা আক্তার


Title
📢 Administrator change notification
Details


মহেশপুর পৌরসভার সম্মানিত নাগরিকবৃন্দকে জানানো যাচ্ছে যে, মহেশপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনরত জনাবা ইয়াসমিন মনিরা স্যারের প্রমোশন এবং বদলি জনিত কারণে তাঁর দায়িত্বকাল গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখে সমাপ্ত হয়েছে। তাঁর দায়িত্বপালনকালীন সময়ের আন্তরিকতা, দক্ষতা ও সেবামূলক ভূমিকার জন্য মহেশপুর পৌরসভা কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।


একই দিনে মহেশপুর পৌরসভার নতুন প্রশাসক হিসেবে জনাবা খাদিজা আক্তার দায়িত্ব গ্রহণ করেন। আমরা তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে মহেশপুর পৌরসভার সেবার মান আরও উন্নত হবে এবং চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

মহেশপুর পৌরসভার পক্ষ থেকে জনসাধারণকে সর্বদা উন্নত ও স্বচ্ছ সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


🖋 মহেশপুর পৌরসভা
📍 ঝিনাইদহ, বাংলাদেশ

Attachments
Publish Date
01/05/2025
Archieve Date
19/11/2025