Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

***এতদ্দ্বারা, মহেশপুর পৌরবাসীদের জানানো যাচ্ছে যে*** জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহার করার লক্ষ্যে নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ দাখিল করতে হবে |  পৌর যেকোন সেবা গ্রহনের জন্য হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স-সহ সকল প্রকার পৌর কর পরিশোধ বাধ্যতামূলক  | মহেশপুর পৌরসভায় নতুন প্রশাসক হিসাবে যোগদান করলেন খাদিজা আক্তার


শিরোনাম
মহেশপুর পৌরসভা কর্তৃক আয়োজিত পৌরকর মেলা-২০২৫
বিস্তারিত



🔶্রতিপাদ্য:
"আপনার কর দিন, পৌর উন্নয়নে অংশ নিন"
মহেশপুর পৌরসভার নাগরিকগণকে জানানো যাচ্ছে যে, পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে আপনার কর প্রদানের গুরুত্ব অপরিসীম।
এই লক্ষ্যকে সামনে রেখে মহেশপুর পৌরসভা আয়োজন করেছে “পৌরকর মেলা-২০২৫"


📍 স্থান: মহেশপুর পৌরসভা প্রাঙ্গণ
📅 তারিখ: ১৫ জুন হতে ৩০ জুন ২০২৫ খ্রিঃ


🎗️ শুভ উদ্বোধন করেন:
        জনাবা খাদিজা আক্তার
         প্রশাসক, 
         মহেশপুর পৌরসভা, ঝিনাইদহ।


➡️ এই মেলায় করদাতাগণ পারবেন—
✅ সহজে কর পরিশোধ করতে
✅ কর সংক্রান্ত তথ্য ও সেবা পেতে
✅ প্রণোদনা ও কর ছাড় সম্পর্কে জানতে
✅ বকেয়া বিল পরিশোধে ১০% পর্যন্ত ছাড় পেতে
✅ সর্বোচ্চ ১০ জন করদাতাকে পুরস্কার লাভের সুযোগ নিতে


🎯 আসুন, কর মেলার মাধ্যমে আমরা সকলে মিলে গড়ে তুলি উন্নত ও আধুনিক মহেশপুর পৌরসভা।
📢 আয়োজনে: মহেশপুর পৌরসভা, ঝিনাইদহ।


🔁 অনুরোধ: পোস্টটি শেয়ার করুন এবং আপনার বন্ধু, পরিবার ও প্রতিবেশীদের জানাতে ভুলবেন না।


: অনুষ্ঠানের কিছু স্থির চিত্র : 




ডাউনলোড
প্রকাশের তারিখ
15/06/2025
আর্কাইভ তারিখ
15/07/2025