🚺 নারীর ক্ষমতায়ন ও সমতার পথে এক ধাপ এগিয়ে 🚺
মহেশপুর পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হবে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার লক্ষ্যে এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
📌 তারিখ: ৮ মার্চ ২০২৫
📌 সময়: সকাল ১০:০০ টা
📌 স্থান: মহেশপুর পৌরসভা, ঝিনাইদহ
📌 প্রতিপাদ্য: অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন
✅ নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা
✅ লিঙ্গ সমতা নিশ্চিত করা
✅ সমাজে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বকে স্বীকৃতি দেওয়া
✅ নারীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা
নারীরা সমাজের অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তাদের শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া একটি সমৃদ্ধশালী সমাজ গঠনের পূর্বশর্ত। আন্তর্জাতিক নারী দিবস আমাদেরকে মনে করিয়ে দেয় যে, নারীর ক্ষমতায়ন মানেই একটি উন্নত, সমৃদ্ধ এবং ন্যায়সঙ্গত বিশ্ব গড়ে তোলা।
🔹 সহযোগিতায়: নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডি
🔹 আয়োজনে: মহেশপুর পৌরসভা, ঝিনাইদহ
আসুন, সকলে মিলে নারীর উন্নয়ন ও সমতার এই আন্দোলনে অংশ নিই। একসাথে গড়ে তুলি একটি নিরাপদ ও সমানাধিকারমূলক সমাজ!
📢 আপনার উপস্থিতি নিশ্চিত করুন এবং পরিবর্তনের অংশ হোন!
#নারী_দিবস_২০২৫ #নারীর_অধিকার #সমতার_জন্য #নারীর_ক্ষমতায়ন #WomenEmpowerment
: অনুষ্ঠানের কিছু স্থির চিত্র :
Post Writer: Md Abu Sahid
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস