শিরোনাম
IUGIP, LGED প্রকল্পের আওতায় মহাপরিকল্পনা প্রণয়ন ও হালনাগাদ কার্যক্রম প্রসংগে
বিস্তারিত

একটি বিশেষ ঘোষণা
ADB, AFD ও GOB-এর অর্থায়নে IUGIP, LGED প্রকল্পের আওতায় মহেশপুর পৌসভায় মহাপরিকল্পনা প্রণয়ন ও হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।
জনগণের অংশগ্রহণে একটি উন্নত, পরিকল্পিত ও আধুনিক শহর গড়ার লক্ষ্যে মহেশপুর পৌরসভার আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর মাধ্যমে পৌর এলাকার ভৌত অবকাঠামো ও আর্থসামাজিক জরিপ কার্যক্রম চলছে।
সঠিক তথ্য দিন, উন্নয়নে অংশ নিন
মহেশপুর পৌরসভাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে জরিপকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন।

জরুরি প্রয়োজনে বা তথ্য জানার জন্য যোগাযোগ করুন:

প্রকৌশল বিভাগ, মহেশপুর পৌরসভা, ঝিনাইদহ।

ফোন: ০১৭৩০৭১৯৫৬১

ই-মেইল: sohel.rana0607@gmail.com
'
আপনার অংশগ্রহণই গড়ে তুলবে উন্নত মহেশপুর!
মহেশপুর পৌরসভা — উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।